
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মুখোমুখি উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। উপস্থাপকের একটি প্রশ্ন ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল,
তাদের পরিবারের বাকি যারা সদস্য আছে তারা মাঝে মাঝে ঝুঁকির মধ্যে পরছেন,সরকার এই বিষয়ে কী করছে? জবাবে প্রেস সচিব বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে শুধু তাদেরকেই বিচারের আওতায় আনা হচ্ছে।
তার বাইরে কাউকে হয়রানি বা কোন হেটও ছড়াচ্ছি না আমরা। সবাই মোস্ট ওয়েলকাম। তারা সবাই রাজনীতিতে ফিরতে পারবেন। তারও যেমন দেশ, আমারও তেমন দেশ।
তার এই দেশের প্রতি যেমন দাবি আছে, আমারও তেমন দাবি আছে। দেশকে আমরা মিলেমিশে গড়তে চাই। কিন্ত যাদের হাতে রক্ত লেগে আছে, যারা অন্যায়-অবিচার ও হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
জুলাইয়ের আগেও অনেক অন্যায় হয়েছে। এগুলোতে যারা জড়িত তাদের বিচার হবে। বাকিদের সাথে আমাদের কিছু না।
সূত্রঃ https://youtu.be/GP0TVsGnKtw?si=1m-eQj-D4X3htlFl