
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার নাতি পরিচয়ে এক যুগ পুলিশে চাকরি নেওয়ার অভিযোগে মো. সুমন নামে একজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ।
২০১২ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য তিনি প্রতিবেশী মো. হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন, যদিও হোসেন মিয়া তার দাদা নন। দীর্ঘ এক যুগ পর তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এবং এর পর তাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তিনি ভারত থেকে দেশে ফিরলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গ্রেপ্তার হন। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুমন ২০১২ সালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পরীক্ষায় অংশ নেন এবং মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার জন্য মিথ্যা সনদ দাখিল করেন।
২০১৩ সালের মার্চ থেকে কনস্টেবল পদে চাকরি শুরু করেন এবং সরকারি সুবিধা গ্রহণ করেন। অভিযোগের তদন্তের পর সুমন চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন, কিন্তু তার বিরুদ্ধে মামলা এখনো চলমান।