
কি সুন্দর মার্চ মাস শুরু হইলো আজ, মোবাইলে কল করলে কারো চিল্লানি শুনতে হয় না আর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক ইমরুল হাসান।
আজ শনিবার (১ মার্চ) এক ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে ইমরুল একথা জানিয়েছেন।ইমুরুলের সেই পোস্টটি পিনাকী ভট্টাচার্য শেয়ার করেন। ইমরুল তার পোস্টে বলেন, কি সুন্দর মার্চ মাস শুরু হইলো আজ,
কল করলে কারো চিল্লানি শুনতে হয় না আর। স্বাধিনতা যে কি জিনিস উল্লেখ করে তিনি আরো বলেন, সেইটা ভুইলাই গেছিলাম, গত কয়েক বছরে আমরা। কানের ভিতরে জোর কইরা স্বাধীনতা ঢুকায়া দেয়া হইতো,
আর সেইটা নিয়া কথা-বলার উপায়ও ছিল না কোন! কারন তাইলে রাজাকার হয়া যাওয়ার সম্ভাবনা ছিল সেন্ট পারসেন্ট!এখন অবশ্য সবাই-ই রাজাকার । কি সুন্দর মার্চ মাস শুরু হইলো আজ।