আমেরিকার পর এবার কানাডাতেও বিপদে ভারতীয়রা !

ভারত ও কানাডার মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন আরও ঘনীভূত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশটিতে বসবাসরত ভারতীয় অভিবাসীদের ওপর। সম্প্রতি কানাডার নতুন ভিসা নীতি কার্যকর হওয়ার ঘোষণা আসার পরই ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কানাডার প্রশাসনের নতুন নীতিতে সীমান্ত কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা শিক্ষার্থী ভিসা ও কাজের অনুমোদন বাতিল করতে পারবেন। এমনকি সীমান্ত থেকেই নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষমতা রাখা হয়েছে। এই পরিবর্তনের ফলে আমেরিকা, ব্রিটেন ও জার্মানির পর এবার কানাডাতেও ভারতীয় অভিবাসীরা সমস্যার মুখে পড়তে চলেছেন।

শিখ নেতা হত্যাকাণ্ডের প্রভাব
গত বছর শিখ নেতা হারদীপ সিং নিঝর হত্যাকাণ্ডের পর ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়, যার ধারাবাহিকতায় কানাডা তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে। কানাডায় বর্তমানে প্রায় পাঁচ লাখ ভারতীয় শিক্ষার্থী বসবাস করছেন, যারা নতুন ভিসা নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

নতুন ভিসা নীতির মূল ধারা
কানাডার নতুন অভিবাসন নীতিতে বলা হয়েছে, সীমান্ত কর্মকর্তারা এখন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ও অস্থায়ী বসবাসের নথি প্রত্যাখ্যান বা বাতিল করতে পারবেন। বিশেষ শর্ত পূরণ না করলে কর্মসংস্থান ভিসাও বাতিল করা হতে পারে।

এই নীতির আওতায় যদি কোনো কর্মকর্তার মনে হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডা ছাড়বেন না, তবে তারা সেই ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান করতে পারেন। এই নতুন নিয়ম অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ভারতীয় শিক্ষার্থীদের অনিশ্চয়তা
সহজ ভিসা প্রক্রিয়ার কারণে কানাডা এতদিন ভারতীয় শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য ছিল। তবে নতুন নীতির ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করার আগেই দেশ ছাড়তে বাধ্য হতে পারেন।

ভারত ও কানাডার মধ্যকার উত্তেজনা কবে নাগাদ কমবে, তা এখনো অনিশ্চিত। তবে নতুন ভিসা নীতির ফলে ভারতীয় অভিবাসীদের ভবিষ্যৎ যে আরও কঠিন হয়ে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। কানাডার নতুন সরকার কীভাবে এই নীতিকে সামঞ্জস্য করবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *