‘খেলে আসছি, এখনো খেলে দিব’ আসো- হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে গেল সোমবার মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে এমনি তথ্য উঠে এসেছে।

অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম বলে জানা গিয়েছে।এমন ঘটনা ঘটার পর দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। সোমবার মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬টায় হলের

সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে সাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন।

তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধমকি দেন। হুমকির রেকর্ড ওই গণমাধ্যমের প্রতিবেদকের হাতে এসেছে উল্লেখ করে আরো জানানো হয়,

রেকর্ডে লাবিবাকে বলতে শুনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দিবো, আসো। তোদের মত পতিতা না যে মেয়ে নিয়ে রুমে রুমে যাব। তোদের সবাইকে দেখে নিবো, সব বের করবো।

তার সঙ্গে থাকা রাবিনা ঐশি বলেন, ‘গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।’ তাদের এমন উদ্ধত আচরণে হলের শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ বিষয়ে অভিযুক্ত লাবিবার কাছে জানতে চাইলে তিনি বলেন,

‘আমি কাউকে হুমকি দেই নাই, আমি বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। আমার সঙ্গে একজনে একটু উল্টাপাল্টা কথা বলছিল, আমি তার সাথে চিল্লাফাল্লা করেছি। আমি হলের কোন মেয়ের সঙ্গে চিল্লাফাল্লা করিনি।’

অভিযুক্ত রাবিনা ঐশী বলেন‚ ‘আগামীকাল আমার পরীক্ষা। আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিলো। আমাদের মধ্যে নিউজটা নিয়েই কথা হচ্ছিলো।

আমি সার্কাস্টিক হয়েই জোরে জোরে বলেছিলাম ‘আমরা তো গাঁজা খাই। গাঁজা লাগবে‚ গাঁজা?’। তখন আর আমি এক্সাক্টলি কী বলেছি সেটা মনেও নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *