শেখ হাসিনার বন্দিদশা নিয়ে যা জানা গেল

শেখ হাসিনার কারাবন্দি প্রতিকৃতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল সহকারে উপস্থিত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সমর্থকরা।

সারাদেশে আজ পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস’। দিনটিকে স্মরণ করতে উপস্থিত জাগপা সমর্থকদের একজন বলেন, “হাসিনা একজন খুনি ও ফ্যাসিস্ট সরকার ছিলেন।

বাংলাদেশের ৫৭ জন বীর সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার নির্দেশেই। তাই আমরা তাকে এইভাবে কারাগারে বন্দি করে নিয়ে এসেছি।”

হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে দেশে এনে কারাগারে বন্দি করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি অন্য একজন সমর্থকের।

তিনি আরও জানান, “এই খুনি ভারতের সহযোগিতায় ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। পিলখানা হত্যাকাণ্ডও তার নির্দেশে হয়েছিল।

তাই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এভাবেই কারাবন্দি করে আটক রাখা ও বিচারের আওতায় আনা একান্ত জরুরি হয়ে পড়েছে।”

মোটামুটি চার পাঁচদিন এখানে জনসম্মুখে তার এই প্রতিকৃতি প্রদর্শন করা হবে বলে জানান মিছিলে অংশগ্রহণকারী অন্য এক সমর্থক।

উল্লেখ্য, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *