আবরার হত্যার খুনি কিভাবে জেল থেকে পালাল?

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে গেছেন। তবে এই ঘটনা ঘটেছে গত ৫ আগস্টের পর কিন্তু বিষয়টি প্রকাশ্যে এসেছে আজ ২৪ ফেব্রুয়ারি। যা প্রায় ছয় মাস পর।

আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

ফাইয়াজ তার পোস্টে লিখেছেন, “আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে (২৪ ফেব্রুয়ারি), যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি।”

তিনি আরও প্রশ্ন তুলেছেন, “ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরেও এতদিন এ তথ্য গোপন রাখা হলো কেন? এটা স্পষ্ট যে, তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি।”

ফাইয়াজ তার পোস্টে দাবি করেন, এর আগেও এই মামলার তিনজন আসামি পলাতক রয়েছেন। তিনি মুনতাসির আল জেমির নাম-ঠিকানা প্রকাশ করে লিখেন মুনতাসির আল জেমি, পিতা-আব্দুল মজিদ, মাতা-জোসনা বেগম, ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *