তাদের আমি ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিগত কয়েকদিন যাবত সারাদেশে ছিনতাই-ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া নিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে সব অপরাধমূলক কার্যক্রমের জন্য ‘আওয়ামী দোসরদের’ দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রোববার রাত ৩টায় বারিধারা ডিওএইচএস এর বাসায় সংবাদ সম্মেলন ডাকেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে এসব অপরাধমূলক কার্যক্রমের জন্য বিগত সরকারের ‘দোসরদের’ দায়ী করে বলেন, আওয়ামী দোসররা ‘ব্যাপক টাকা ছড়াচ্ছে’ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। তবে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তা হতে দেবে না।

তিনি আরো বলেন, এই দোসরদের কোথাও দাঁড়াতে, বসতে কিংবা শুতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করে। তারা যদি ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

দিনে রাতে যেখানে প্রয়োজন হয় আমাদের বাহিনী সেখানে যাবে উপদেষ্টা আরো বলেন, “দিনে রাতে যেখানে প্রয়োজন হয় আমাদের বাহিনী সেখানে যাবে এবং তারা এগুলোকে প্রতিহত করবে। আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আওয়ামী যারা এই কাজগুলো করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানে থাকুক।

“দ্ব্যর্থহীন ভাষায় আরো বলতে চাই, আমার বাহিনীগুলোকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবে। আমি বাহিনীর সকলকে ইন্সট্রাকশন দিয়েছি যে তারা এটা ভালোভাবে কার্যকর করবে। তারা যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

উল্লেখ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক মাস ধরেই দেশে যৌথবাহিনীর অভিযান চলছে। তার পাশাপাশি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *