
লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, ইউকের হাইকমিশনের ওয়েব সাইটে মুজিব আর
টিউলিপ সিদ্দিকি বন্দনা এখনো বদলায় নাই বিপ্লবের সাত মাস পরেও। সাত দিন টাইম দিলাম, নতুন করে লিখেন এই ইতিহাস। প্রত্যেক অ্যাম্বাসি নিজের সাইট চেক করেন। পরে খুঁজে পাইলে কলে খবর আছে।