অস্ত্রসহ মাইকিং করে চাঁদাবাজি করা সেই যুবদল নেতার পদক্ষেপ নিলো বিএনপি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বাজার দখল করে চাঁদা তুলেছে একটি সংঘবদ্ধ দল। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এক বিএনপি নেতা।

ওই বিএনপি নেতা এখন থেকে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে প্রকাশ্যে মাইকে ঘোষণাও দেন। এ সময় সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করা হয়। এতে বাজারে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক দেখা দেয়।

এ ঘটনার একটি ভিডিও গতকাল শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এমসি বাজারে গতকাল বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৪০)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জাহাঙ্গীর শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য। এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে সন্ধ্যা ছয়টায় তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়। সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা–সম্পর্কিত একটি নোটিশ পাওয়া যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বাজারে এসেছি আপনাদের সহযোগিতা করতে।

আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করব আমি। কে ডাকছে, কে না ডাকছে, সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যত দিন বেঁচে থাকব,

তত দিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। আপনাদের আমি বলছি, দোকানদার ভাইয়েরা। আজকে থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করে দেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠাবে।

কেউ বাধার সৃষ্টি করলে তাকে কঠিনভাবে প্রতিহত করব। তাকে অনেক খেসারত দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে এসে বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। আপনারা কেউ ভয় পাবেন না। সকলকে ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *