রাজনৈতিক পরিচয়: ইলিয়াছ বিএনপি নাকি জামায়াত, জানালেন নিজেই!

যুক্তরাষ্ট্রপ্রবাসী অ্যাকটিভিস্ট ও সাংবাদিক ইলিয়াছ হোসাইন এবার নিজেই জানালেন তার রাজনৈতিক মতাদর্শ। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি লেখা শেয়ার করেন।

পাঠকের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো-

“অনেকেই জানতে চান আমি বিএনপি নাকি জামায়াত? আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন সেটা কোন দল করার জন্যে নয় তবে ভালো কাজ করলে তাদের সাথে থাকবো কিন্তু খারাপের ভাগ নিবো না৷

আপনি খারাপ কাজ করবেন আর আমি আপনার প্রশংসা করবো তাহলেতো আমিও ফারজানা রুপা হয়ে গেলাম৷ আমিতো জীবনেও তেলবাজ হতে চাই না৷ অপকর্ম করলে

আমার মতো ১শ জন ইলিয়াছ হোসাইন এসেও আপনার সম্মান বাঁচাতে পারবে না৷ অতএব আমি কার দলে সেই চিন্তা বাদ দিয়ে নিজের কর্মের দিকে তাকান৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *