আওয়ামী লীগের ভাগ্য নির্ভর করছে যার উপর জানালেন ‘বদিউল আলম’

একটি টকশোতে উপস্থাপিকা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে প্রশ্ন করেন।

উপস্থাপিকা জানতে চান, “এই যে অংশগ্রহণমূলক নির্বাচন, এর অর্থ কি আপনি বোঝাচ্ছেন যে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? যদি আওয়ামী লীগ নিবন্ধিত দল হয়ে থাকে, তবে কি তারা অংশগ্রহণ করতে পারবে, এবং তা সম্ভব কি না, আপনি কী মনে করেন?

এ বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, “এখন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, তা অনেক কিছুতে নির্ভর করবে। এই সিদ্ধান্তটা নেবে নির্বাচন কমিশন, যখনই নির্বাচন আসবে।

নির্বাচনের আগে আওয়ামী লীগকে কতগুলো শর্ত মানতে হবে, তার উপর নির্ভর করবে তারা নির্বাচন করতে পারবে কি না। তিনি আরও বলেন, “এই বিষয়টি সময়ই বলে দেবে।

নির্বাচন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কারণ আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার,

যেমন তারা আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করবে কি না, এবং তাদের যে আইন-কানুন এবং বিধি-বিধান আছে, সেগুলোর উপরও নির্ভর করবে। নির্বাচনের সময় সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *