২০ বছর পর ফেসবুকে ছাত্রদলের কমিটি ঘোষণা, একদিন পরই পাঁচজনের পদত্যাগ

নানা গুঞ্জনের মধ্যেই প্রায় ২০ বছর পর ছাত্রদলের ৮ সদস্যের কমিটি ঘোষণা হয়েছে নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে। তবে কমিটি ঘোষণার একদিন পরই পদত্যাগ পত্র জমা দিয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের কাছে কমিটিতে স্থান পাওয়া ছাত্রদলের ৫ জন সদস্য লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন ছাড়া অছাত্র দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ছাত্রদলের পদত্যাগ করা নেতারা হলেন, ওই কিমিটির সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান হাসান, সহ-সভাপতি ইবনে আরাফাত জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, যুগ্ম-সম্পাদক পাপিয়া সুলতানা রিয়া ও বিথি খাতুন।

ছাত্রদল নেতা ইবনে আরাফাত জুয়েল বলেন, আমরা আগে থেকেই নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলাম। এ ব্যাপারে উপজেলা ও জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গেও অনেকবার কথা বলেছি।

কিন্তু জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন নির্বাচন না দিয়ে অছাত্রদের দিয়ে গত ১৮ ফেব্রুয়ারি আট সদস্যের কমিটির অনুমোদন দেন।

পরে কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়। নির্বাচন ছাড়া গঠিত কমিটি না মেনে আমরা স্বেচ্ছায় লিখিতভাবে পদত্যাগ করেছি। তবে পদত্যাগ করলেও আমরা ছাত্রদলের কর্মী হিসাবে সক্রিয় থাকবো।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, কমিটির ৫ জন সদস্য লিখিতভাবে পদত্যাগ পত্র দিয়েছেন। সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *