‘শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল’

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বিকে (১৯) একই মাদ্রাসার আলিম-১ম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্তী ও ছাত্রদল কর্মী ভূইয়া মামুন গাজীপুরা বাসস্ট্যান্ডের পাশের বাশপট্টিতে ডেকে নিয়ে যান।

সেখানে আগে থেকেই ছাত্রদলের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। ফজলে রাব্বি পৌঁছানোর পর তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম জানান, মিল্লাতের যে শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে তিনি শিবির নেতা।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, ‘কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল!’

তিনি বলেন, ‘সিলেট এমসি কলেজের ঘটনায় আমাদের সুস্পষ্ট অবস্থান ছিল তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সে ঘটনাকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে ছাত্রশিবিরকে ডিহিউম্যানাইজ করে হত্যাযোগ্য করার অপপ্রয়াস পরিলক্ষিত হয়েছে।’

সাদিক বলেন, ‘কুয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদলা নিতেই কি মিথ্যাচার? নাকি “শিবির কোপানো জায়েজ” আমলের জন্যই দিনব্যাপী গ্রাউন্ড তৈরি? আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি অবিলম্বে সিলেটের ঘটনায় এবং তামিরুল মিল্লাতে ছাত্রশিবির সভাপতির ওপর ন্যক্কারজনক হামলায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

একই সাথে ফ্যাসিবাদী কায়দায় নোংরা রাজনৈতিক খেলা বন্ধের জন্য ছাত্রসংগঠনগুলোকে আহ্বান জানান ঢাবি শিবিরের সাবেক এ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *