তাহলে কি ভারতের হাতছাড়া হচ্ছে কাশ্মীর!

গেল কয়েক দিন ধরে ভারতের কাশ্মীরে চলছে হামলার মত ঘটনা। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সেনা। আর এমন ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে দিল্লিকে। সংঘাতপূর্ণ এলাকা হয়ে উঠেছে কাশ্মীর।

গত দশ দিন ধরে পাকিস্তানের সঙ্গে থেমে থেমে চলছে বন্দুকযুদ্ধ। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সঙ্গে ভারতের বেশ কয়েকবার সংঘাত হয়েছে ইতিমধ্যে। এতে পাকিস্তানের সীমান্তরক্ষী

বাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। এরই মাঝে কাশ্মীরে এক যুবক, মোবাইল ফোনে নির্যাতনের কথা ভিডিও করে মসজিদের ভেতর গিয়ে আত্মহত্যা করেন। এ যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মত ঘটনা।

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজন করতে দিল্লিকে আহবান করেছে ইসলামাবাদ। কাশ্মীর মূলত মুসলিম উপত্যকা। গেল কয়েক দশক ধরে এর মালিকানা দাবি করে যাচ্ছে ভারত ও পাকিস্তান।

এই অঞ্চলটি নিয়ে তিনবার যুদ্ধে জড়ায় দেশ দুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *