উত্তরার হামলায় এবার সেই স্ত্রীকে পরকীয়া প্রেমিকার ‘হুমকি’

উত্তরায় সন্ত্রাসী হামলায় আহত মেহবুল হাসানের সাথে থাকা নারী তার পরকীয়া প্রেমিকা বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শম্পা। এছাড়া, গণমাধ্যমে তার স্বামীর পরিচয় প্রকাশ করায় ওই নারীর পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে শম্পা এ অভিযোগ করেন।

তিনি জানান, ওই নারী ইপ্তি নামক একজন, যার সাথে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। গণমাধ্যমে তার স্বামীর পরিচয় প্রকাশ করায় ওই নারী তাকে হুমকি দিচ্ছেন।

এ সময় শম্পা আরও বলেন, “হামলার শিকার ওই পুরুষ আমার স্বামী। পাশে থাকা ওই নারীকে আমি চিনি না। তবে কিছুদিন ধরে আমি বুঝতে পারি যে, আমার স্বামী অন্য কারও সঙ্গে কথা বলেন।”

তিনি হামলার ব্যাপারে জানতে চাইলে বলেন, “কারা হামলা চালিয়েছে, সেটা আমি জানি না। কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না। তাই ওই বিষয়ে আমি কিছু জানি না। আমার স্বামীর সঙ্গে কারও বিরোধের কথাও জানি না, কারণ উনি কখনো আমার কাছে তার কোনো সমস্যা শেয়ার করেননি।”

এর আগে, ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানী উত্তরা এলাকায় এক নারী ও পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দুই যুবক ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করছে।

এ সময়, নিজের জীবন বিপন্ন করে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়িয়ে যান তার স্ত্রী। ভিডিওতে দেখা যায়, ওই নারী হাত জোড় করে স্বামীর জন্য প্রাণভিক্ষা চাচ্ছেন।

ওই দিন রাতেই, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ জানায় পাশ দিয়ে যাওয়া একটি দম্পতি। এর পর, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে দম্পতির ওপর হামলা চালায়।

এ সময়, ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *