ভিসা নীতিই এখন ভারতের গলার কাঁটা!

বাংলাদেশে অশান্তির ঝড় তুলতে গিয়ে এখন ভারতই আছে বিপাকে। দিনে দিনে অচল হয়ে পড়ছে ভারতের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য। বাংলাদেশি রোগী নির্ভর চিকিৎসা ব্যবসাও এখন বন্ধের পথে।

শেখ হাসিনা গণঅভ্যত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন। খুন-গুমের মতো বহু অভিযোগ এই স্বৈরশাসকের মাথার উপর।সবকিছু জেনেও ভারত বাংলাদেশের জনগণের পক্ষে না দাড়িয়ে হাসিনাকে রক্ষা করার পথে পা বাড়ায়।

বাংলাদেশকে নানাভাবে অস্থির করে তোলার ফন্দিও আসে সীমান্তের ওপার থেকে। বাংলাদেশিদের শায়েস্তা করতে ভিসাতেও লাগাম টানে ভারত। তারা পর‌্যটন ভিসা বন্ধ করে সীমিত পনিসরে চিকিৎসা ভিসা চালু রেখেছে।

নয়াদিল্লির ধারণা ছিল এই সিদ্ধান্তে মহাবিপাকে পড়বে বাংলাদেশ। তবে গণেশ উল্টে গেছে। বাংলাদেশিদের জন্য পাতা ফাঁদে পড়েছে খোদ ভারতীয়রাই। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যের পর‌্যটন নির্ভর খাতগুলোতে ধ্বস নেমেছে।

অনেক হোটেল মোটেল ব্যভসা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি রোগীনির্ভর হাসপাতালগুলোরও একই দশা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে এই হাসপাতালের এখন ভঙ্গুর দশা।

বাংলাদেশি রোগীরা না যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=XHJRkgz9X2o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *