ইতিহাস কাউকে ঠকায় না, আগামীর বাংলাদেশ গড়তে ক্রেডিটের খেলা বন্ধ করুন: পিনাকী

প্রখ্যাত অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক স্ট্যাটাস অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্ট্যাটাসটিতে তিনি উল্লেখ করেন, “যারা জুলাই বিপ্লবের ক্রেডিটের ভাগীদার,

তারা আজ কবরে অথবা পঙ্গু জীবন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। বিপ্লবের পরে যারা বেঁচে আছে, তাদের ক্রেডিট নিতে হবে সেই শহীদ আর আহতদের স্বপ্নকে বাস্তবায়িত করার মাধ্যমে।”

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ নির্মাণের সাহসই হবে প্রকৃত ক্রেডিট। বিপ্লবের সত্যিকারের মহিমা তখনই ফুটে উঠবে, যখন এই ত্যাগ ও স্বপ্ন সফল হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন,

“যে বিপ্লব গ্লোরিফায়েড নয়, সেই বিপ্লবের ক্রেডিট নিয়ে লাভ কী?” পিনাকী ভট্টাচার্যের ভাষায়, বিপ্লবীদের অধিকার কেবল বিপ্লবী কাজেই সীমাবদ্ধ। বিপ্লবের ফল সবার জন্য, কিন্তু বেদনা ও কষ্ট কেবল বিপ্লবীদের।

তার মতে, বিপ্লবী হওয়ার মূল শর্ত হলো আত্মত্যাগ—“বিপ্লবীরা শিরোনাম নয়, তারা ফুটনোট। তারা ব্যক্তিকে নয়, সমষ্টিকে নিয়ে ভাবে।”

তিনি ইতিহাসের অবিচার প্রসঙ্গে বলেন, “অস্থির হবেন না, ইতিহাস কাউকে ঠকায় না। আগামীর দুনিয়ার ইতিহাসে যদি জায়গা করে নিতে চান, তবে এই ক্ষুদ্রতা, নীচতা ও ক্রেডিটের খেলা বন্ধ করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *