বাংলাদেশ-নেপাল রাজি, ভারতও রাজি হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নেপাল জলবিদ্যুৎ দিতে প্রস্তুত, আর আমরা তা নিতে আগ্রহী। কিন্তু মাঝখানে ভারতের ৪০ কিলোমিটার পথ একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তবে তিনি আশাবাদী যে ভারত তাদের স্বার্থ বিবেচনায় এই সুযোগ প্রদান করবে।

তিনি বলেন, “বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। আমাদের অর্থনীতি এমনভাবে গড়ে উঠবে যেখানে আমাদের পণ্য নেপাল ও ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে যাবে এবং প্রতিবেশী দেশগুলোর পণ্য বাংলাদেশে আসবে।

এভাবেই বাংলাদেশ একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

হতাশ হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে ড. ইউনূস বলেন, “হতাশ হবেন না, আমি নিজেও হতাশ হই না। আমাদের দেশের মানুষ এক সময় বোঝা হিসেবে বিবেচিত হতো। কিন্তু আমি তাদের সম্পদ মনে করি।

ভবিষ্যতে এখান থেকে অনেক দক্ষ কর্মী নেওয়া হবে। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। তিনি আরও বলেন, “ভৌগলিক অবস্থানের কারণে আমরা অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থান করছি।

এই অবস্থান কাজে লাগিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশ একটি সফল অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *