ভারতের স্থানীয় একটি আদালত সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) দলের প্রধান এবং লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সংসদে ‘ফিলিস্তিনপন্থী’
স্লোগান দেওয়ায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন, আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সময় ফিলিস্তিনের
পক্ষে স্লোগান দেন। যা সংবিধান এবং আইনগত মূল্যবোধের পরিপন্থী। এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন গুপ্তা। এ বিষয়ে প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে পিটিশন জমা দেওয়া হলেও
তা প্রত্যাখ্যাত হয়। পরে জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করা হলে জেলা বিচারক সুধীর পিটিশন গ্রহণ করে আসাদউদ্দিন ওয়াইসিকে ৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
গত ২৫ জুন হায়দরাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন ওয়াইসি। শপথ শেষে তিনি “জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন” স্লোগান দেন, যা সংসদের চেয়ারম্যানের নির্দেশে
বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলা হয়। এ সময় ওয়াইসি দাবি করেন, তার স্লোগান সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে। ‘জয় ভীম’ স্লোগান ভারতের দলিত সম্প্রদায়ের প্রতি সমর্থনের প্রতীক।