এবার মোদী সরকারের প্রশংসা করলেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান এনার্জি উইক’ এ অংশ নিতে ভারতে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের জ্বালানি উপদেষ্টা মহম্মদ ফৌজলুল কবির খান। সেসময় তিনি ভারত সরকারের জ্বালানি নীতির প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, ‘জ্বালানি পোর্টফোলিওর ক্ষেত্রে ভারতের অনেক বৈচিত্র্য আছে। এমনটাই হওয়া উচিত। ভারতের জ্বালানি চাহিদা প্রচুর তাই তা পূরণ করতে তাদের বিভিন্ন উৎসের ওপর নির্ভর করতে হয়।

এছাড়া, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে তার মন্তব্য ছিল, ‘আমরা প্রতিবেশি। এই আবহে আমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে মুখিয়ে আছি। এটা একটি ‘ফেজ’… এটা পাস করে যাবে। সার্বভৌম সমতার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্ব পুনঃস্থাপিত হবে।

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে তিনি জানান, “বর্তমানে বাংলাদেশে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তবে গ্রীষ্মের আগে আদানির থেকে পুরো বিদ্যুৎ চাওয়া হয়েছে।

আদানি বর্তমানে বাংলাদেশকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে, যা একসময় ১৬০০ মেগাওয়াট হওয়ার কথা ছিল। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো পরিমাণ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।

এদিকে, বিদ্যুৎ সরবরাহ ও আদানি গ্রুপের বকেয়া বিল নিয়ে বাংলাদেশের ভেতরে বিতর্ক বাড়ছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে,

তারা মাসে ৮ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করছে এবং আরও বেশি অর্থ পরিশোধের চেষ্টা করছে। তবে, আদানি সম্প্রতি জানিয়েছে যে, জুনের মধ্যে বকেয়া পরিশোধ না হলে জরিমানা ধার্য করা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *