বেরিয়ে এলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চাঞ্চল্যকর তথ্য

সাভারে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার পরিচালিত এই অভিযানে দুইটি ইটভাটাকে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মালিকানাধীন সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড-এর লাইসেন্স নবায়ন না থাকায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলম। একই অভিযোগে পার্শ্ববর্তী মির্জানগরে অবস্থিত কনফোর্স লিমিটেড ইটভাটাকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়।

সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড ইটভাটায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভাটার পাশেই রয়েছে একটি বিশাল খামার ও বিশ্রামাগার। এখানে হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখি, উটপাখিসহ নানা ধরনের প্রাণী পালন করা হচ্ছে।

একজন কর্মচারী জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রতি দুই-তিন মাস পর পর এই খামার পরিদর্শনে আসতেন। তিনি নিজে এখানকার প্রাণীগুলোর খোঁজখবর নিতেন এবং মাঝেমধ্যে এখান থেকে দুধ নিয়ে যেতেন।

অন্য এক কর্মচারী জানান, খামারে একসময় ময়ূরও ছিল, তবে বর্তমানে নেই। দীর্ঘদিন ধরে এখানে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। কারণ, মন্ত্রীর উপস্থিতির কারণে পুলিশ সবসময় তার সঙ্গেই থাকত,

ফলে বাইরের কেউ এখানে আসার সাহস করত না। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলম জানান, জেলা প্রশাসনের নির্দেশে ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কারণে জরিমানার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মের আওতায় আনতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *