নতুন এক লুকে আদালত প্রাঙ্গনে পলক, নেট দুনিয়ায় ট্রল!

আমির খানের বিখ্যাত মুভি গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গনে দেখা গেলো ফেসিস্ট হাসিনার দোসর পলককে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ফেসিস্ট হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন জুনায়েদ আহমেদ পলক।

গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। হাসিনা পালালেও সাথে নেননি পলককে। আগস্টের পর থেকে বিভিন্ন সময়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে আমির খানের গজনী লুকে পলক। সামাজিক মাধ্যমে যা নিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মি নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আই ফোন সেভেনটি প্রো ম্যাক্স হয়ে গেছে।

নাফিজ নামের একজন তার হাতে হাতকড়া না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি এদের হাতে হাতকড়া নেই কেনো? সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, তিনি আদালত প্রঙ্গনে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।

পলকের এই কথায় হাসির ট্রলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা মাতেন স্বৈরাচারের এই দোসরকে ধবল-ধোলাই করতে। ফাহিম নামের একজন ফেসবুকে লিখেনে, ১৬ বছর তো তোমাদের অত্যাচার সহ্য করে চুপই ছিলো দেশের মানুষ। রুখে দাঁড়িয়েই তো স্বৈরাচার হাসিনাকে তাড়িয়েছি আমরা। এখন আবার কোথায় রুখে দাঁড়াবো?

তানিয়া নামের একজন লিখেন, পলক সাহেব কি ভুলে গেছেন? আপনার নেত্রী পালিয়ে গেছেন। এখনো সময় আছে নিজেদের ভুল শিকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে নিন। পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন।

লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে। আর এতেও তাকে নিয়ে হাসি মসকরা করতে ভোলেননি নেটিজেনরা। স্বৈরাচার হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে নিয়ে।

ফেসিস্ট হাসিনা-পলকরা যত ষড়যন্ত্র করুক না কেন। এ দেশের মানুষ আর ছাত্র জনতা কিছুতেই ছাড় দেবে না ওদের। একবার রুখে দাঁড়িয়েছিলো ২৪ এ প্রয়োজন হলে বারবার শতবার রুখে দাঁড়াবে ফেসিস্টের দালালদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *