এবার কার মুখোশ খুলবেন সমন্বয়ক সারজিস আলম?

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম “ফেস দ্য পিপল” এক টকশোতে বলেছেন,আমি আমার চোখে যা দেখছি তাই বলছি। ছাত্রদলের আমান উল্লাহ আমানকে উদ্দেশ্য করে সারজিস বলেন, তবে আমার মনে হলো যে সবকিছু খুব পার্সোনালি নিয়েছিল।

যাইহোক সমস্যা নেই।ব্যক্তিগত ভাবে নিতে পারে। কিন্তু আমার কথাটা ব্যক্তিগত ছিল না উল্লেখ করে সারজিস বলেন, আমার চোখে যা দেখেছি তাই বললাম। কে কতটুকু নেবে না নেবে এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।

আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা এত দিন ধরে মনে হয়েছে তাই সেটা হচ্ছে। যে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করার মত সৎ সাহস দেখায়নি৷ মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা থাকবে এটা একদম স্বাভাবিক ।

আমানকে উদ্দেশ্য করে সারজিস আরো বলেন, এখন আমি বলি সংখ্যাটা কম বলছি। পাঁচ পারসেন্ট আরও বেশি হবে। এতদিন একটা দল বলছে, এখন বলছে, পাঁচ পারসেন্ট নাম জানতে চাইছেন না। কিছুদিন পর নাম বলে দেবো। একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলব, আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির, কাকে কাকে বাড়িতে,

কোন দলের কারা কারা আশ্রয়ে রাখছিল, এখনও রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে, কত টাকার বিনিময়ে কত, ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশন এ ইচ এন্ড এভরিথিং বলা হবে কোনও চিন্তার কারণ নাই। আপনাদের এগুলা শুনলে উল্লেখ করে সারজিস আরো বলেন, এগুলো শুনলে যে কয়েকজন শহিদ হয়েছে তার মধ্যে ৫/৬ জন বিএনপির শহীদ হয়েছে। মানুষ এগুলা শুনে হাসাহাসি করে। আপনারা অনেক বড় দল।

আপনাদের যারা সিনিয়র নেতাদের সাথে কথা বলি তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট নিয়ে আমরা কথা বলি ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের কাছে থাকা প্রয়োজন।

তাহলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ সামনে ভালোর দিকে যাবে।এই রাজনৈতিক দলগুলো সারজিস আরো বলেন, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে তাহলে কোনও ভালোর দিকে যাবে না ভাই।

কিন্তু যখন আপনি ক্লাস সিক্স সেভেনের একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকিয়ে দেবেন তার পর বলবেন বিএনপির এমন একজনকে ঢুকিয়ে দেবেন তার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবে না এবং এটা বলবেন মানুষ হাসাহাসি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *