জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে ৩ বছরের!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরে সীমিত করার পরিকল্পনা করা হয়েছে। বাকি এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে বলে

জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। রবিবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা দুটি সার্টিফিকেট পাবে—একটি অনার্স এবং অপরটি ডিপ্লোমা। এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে এবং

শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রতিযোগিতার সুবিধা দেবে।” তিনি আরও বলেন, “বর্তমানে সমাজে প্রচলিত ধ্যানধারণা অনুযায়ী, বাবা-মায়েরা সন্তানকে শুধুমাত্র বিএ, এমএ পাস করানোর দিকেই মনোযোগ দেন।

কিন্তু বাস্তবতা হলো, অনেক শিক্ষার্থী অনার্স-মাস্টার্স করেও চাকরি পান না। নতুন এই কাঠামোতে শিক্ষার্থীরা একদিকে অনার্স ডিগ্রি অর্জন করতে পারবে,

অন্যদিকে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতাও গড়ে তুলতে পারবে।” বিশেষ সহকারী আমিনুল ইসলাম জানান, দেশে এখনো ডিপ্লোমা বা কারিগরি শিক্ষার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান। তিনি বলেন, “দেশের মানুষের মধ্যে একটি ট্যাবু রয়েছে যে, ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা গ্রহণ করলে তা নিম্নমানের বলে বিবেচিত হবে।

কিন্তু আসলে এ ধরনের শিক্ষা আধুনিক কর্মসংস্থানের জন্য অত্যন্ত জরুরি।” তিনি আরও জানান, দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমূল পরিবর্তন আনা হবে।

বর্তমানে এই খাতে পর্যাপ্ত শিক্ষক, ল্যাবরেটরি ও প্রশিক্ষণ সুবিধা নেই। ফলে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেও, প্র্যাক্টিকাল না করেই সার্টিফিকেট পাচ্ছে।

শিক্ষাব্যবস্থার এই পরিবর্তনকে “অভিনব ও যুগান্তকারী সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করে অধ্যাপক আমিনুল বলেন, “দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই নতুন কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে তাদের অনার্স পড়ার স্বপ্ন পূরণ করতে পারবে, অন্যদিকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারবে।” সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *