১০০ বিঘা জমির মালিক হচ্ছেন মামুনুল হক?

সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। বিশিষ্ট অনলাইন এ্যাক্টিভিস্ট আসিফ শুভ্র তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হককে ১০০ বিঘারও বেশি জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ডিজিএফআই-এর প্রত্যক্ষ সহায়তার অভিযোগ উঠেছে।

আসিফ শুভ্র বলেন,“হেফাজতের মওলানা মামুনুল হককে ১০০ বিঘা + জমি দেয়া হয়েছে , যাতে ডিজিএফআই সরাসরি হেল্প করছে বলে অভিযোগ এসেছে।

মহাখালী সাব রেজিস্ট্রার ভবন থেকে নির্ভরযোগ্য সূত্র এই দাবী করেছে। আগামীর ফ্যাসিস্ট এবং ভারত বিরোধী আন্দোলন সংগ্রামে হেফাজত যেনো মুভ না করে ,

এই শর্তে তাঁকে এই জমি দেয়া হয়েছে বলে সূত্র দাবী করছে।” শুভ্রর দাবি অনুযায়ী, মহাখালী সাব-রেজিস্ট্রি ভবন থেকে নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে,আগামী দিনের ফ্যাসিস্ট ও ভারতবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম যেন কোনো সক্রিয় ভূমিকা না রাখে, সে শর্তে মামুনুল হককে এই জমি দেওয়া হয়েছে।

তবে আসিফ শুভ্র এই খবরকে সন্দেহের চোখে দেখছেন। তিনি স্পষ্টভাবে বলেন, “আমি এই খবর বিশ্বাস করতে একদমই চাচ্ছি না। মামুনুল হক সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আমি চাইবো এই তথ্য মিথ্যা প্রমাণিত হোক এবং তাঁর প্রতি আমার শ্রদ্ধা আরও বাড়ুক।”

তিনি বিষয়টি তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানান এবং স্পষ্ট করেন, যদি এই তথ্য মিথ্যা হয়, তবে মামুনুল হকের পক্ষ নিয়ে ভুয়া প্রচারণার বিরুদ্ধে লড়াই করবেন। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নানা সমীকরণ যখন নতুন মোড় নিচ্ছে এমন সময়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *