আজই পিনাকীর সীমান্ত অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি?

এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি হচ্ছেন পিনাকী ভট্টাচার্য। আওয়ামী লীগ হটানোর পেছনে তারা অবদান অনেক বলছেন কেউ কেউ। তবে এখন অনেকে বলছেন দেশের নৈরাজ্যের সৃষ্টি তাদের অনেক অবদান।

তার ইন্ধনে দেশের মধ্যে অসংখ্য মব সৃষ্টি হচ্ছে । এবার এই অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য চাপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ করার ঘোষণা করেছেন।

গতকাল রাতে একটি ফেসবুক পোস্টে তিনি জানান,আজ রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাইনবয়াবগঞ্জ এ জিয়াফতে রওনা হচ্ছি আমরা ১১.০০ টায়, কেন্দ্রীয় শহীদ মিনার হতে, আগ্রহীরা দ্রুত চলে আসুন।

আমরা ৭ টা বাস নিয়ে রওনা দিচ্ছি। জিয়াফতের স্থান: চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরনগঞ্জ সীমান্ত।

এই মুহূর্তে কর্মসূচি প্রত্যাহার করার জন্য বা পরবর্তীতে দেয়ার জন্য আলোচনা উঠলে তিনি সকালে আরেকটি ফেসবুক পোস্টে বলেন,

এই কর্মসূচি অনেক আগের এই মুহূর্তে এটি বাতিল করা সম্ভব নয়। সকালেই এই পোস্টে তিনি জানান, সীমান্ত অভিমুখে লং মার্চের কর্মসূচির সিদ্ধান্ত আজকে নেওয়া হয়নি।

এটা অনেক আগের কর্মসূচি, সব প্রস্তুতি আগেই নেয়া ছিলো। বাসে এডভান্সও দেয়া ছিলো। এই কর্মসূচি বাতিল করা সম্ভব ছিলোনা বিধায় অব্যাহত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *