জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগের জুবায়েরপন্থিরা

সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলা ও তাবলিগের চলমান সমস্যা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগের জুবায়েরপন্থিরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাকরাইল মসজিদে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাত বাংলাদেশের বার্তা প্রেরক হাবিবুল্লাহ রায়হান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বি, বাংলাদেশের সকল ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

উপস্থিত থাকবেন- মাওলানা মামুনুল হক , মাওলানা মাহফুজুল হক (বেফাক মহাসচিব), মানান আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মুফতি মিজানুর রহমান সাঈদ (কুড়িল), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ),

মাওলানা বাহার উদ্দিন জাকারিয়া (আরজাবাদ), মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মাওলানা সালাউদ্দিন (পীর সাহেব নানুপুর), মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা লোকমান মাঝারি, মাওলানা নাজমুল হাসান (উত্তরা),

মুফতি কেফায়তুল্লাহ আজহারী (উত্তরা), খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

উক্ত সাংবাদ সম্মেলনে, সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *