
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবেন। ট্রাম্পের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ
সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুরের ঘটনায় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা বৈঠকের আলোচ্য বিষয় হতে পারে।
মিশ্রি জানিয়েছেন, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে, এবং বাংলাদেশ বিষয়টি স্বাভাবিকভাবেই উঠে আসতে পারে।