দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।
ইতোমধ্যে মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এর সঙ্গে একাত্বতা প্রকাশ করে তার ফেসবুক স্ট্যাটাসে আগেই বলেছিলেন “আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে”।
তাঁর আগেই বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ধানমন্ডি ৩২ নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে ,পোস্ট করেছেন। গতকাল বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৫ এ পোস্টে পিনাকী বলেন
,কাডাল রানী লাইভে যাবে যখন তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার। লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন,লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন থাকবে না
, ৩২ নাম্বার থাকবে না। ইতোমধ্যে ছাত্রজনতা ধানমন্ডি ৩২ এর বুলডোজার মিছিলের ডাক সফলতার মুখ দেখেছে। ইতোমধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধানমন্ডি ৩২।সারাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট
নেতাদের স্থাপনা ইতোমধ্যে সারাদেশে একযোগে ভাঙ্গার কাজ করছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।সর্বশেষ খবর অনুযায়ী ভাঙ্গা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসর ওবায়দুল কাদেরের বাড়ি।
ছাত্রজনতাসহ নেটিজেনদের দাবি পিনাকী-হাসনাতের কথাই সত্য হতে যাচ্ছে।মুছে ফেলা হচ্ছে ফ্যাসিস্টদের সব চিহ্ন।