প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ‘মনির হায়দার’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা তিনি।

মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে আছেন। দেশে ফিরে যোগদান করবেন তিনি। গত ৫ ফেব্রুয়ারি এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তিনি একজন নাগরিক অধিকার কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *