বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে ,পোস্ট করেছেন।
পোস্টে বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৪ টার হাসিনা নাকি ভারতের অভিজাত এলাকায় আছে। তো তার নেট বিচ্ছিন্ন হয় কেন মাঝে মাঝে? ভারতের সময় না উল্লেখ করে পিনাকী আরো বলেন,
এতিমের টক শোতে তার স্থানীয় সময় যেইটা উল্লেখ করছে সেইটা বাংলাদেশ সময়, ভারতের সময় না। গোপালগঞ্জের নেট কালকে বিচ্ছিন্ন করে দেখা যাইতে পারে সে বক্তৃতা মারাইতে পারে কিনা।
লুকানোর কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন,হইতেই পারে সে গোপালগঞ্জে লুকায়ে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি এখন পর্যন্ত ৩১ হাজার রিয়েক্ট এর সাথে ২১৩ বার শেয়ার।