ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, সরকারিভাবে থানাটি ঝাউদিয়ায় স্থানান্তরের ঘোষণা দেওয়া হলেও এখনো কার্যকর করা হয়নি। দ্রুত থানা উদ্বোধন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ঝাউদিয়া ছয়টি ইউনিয়নের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে নিরাপত্তার প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। থানার অভাবে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে।
বিক্ষোভের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাভার্ড ভ্যান চালক হাফিজুর রহমান বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি, কখন রাস্তা চলাচলের উপযোগী হবে জানি না।’
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল জানান, থানার স্থানান্তরের সব সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও প্রশাসনের গড়িমসির কারণে এটি কার্যকর হচ্ছে না।
মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, ‘ইবি থানার ওসি আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে এসে স্পষ্টভাবে জানাতে হবে কবে থানার উদ্বোধন হবে, তারপর আন্দোলন স্থগিত করব।’
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, থানার স্থানান্তরের জন্য বেশ কিছু প্রশাসনিক ও অবকাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা সময়সাপেক্ষ। তিনি স্থানীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান।