‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে, সময় থাকতে কেটে পড়’

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দীন বাদী হয়ে এ জিডি করেন। এর আগে একটি ফেসবুক আইডি থেকে ‘মৃত্যুদণ্ডের’ হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়া নেতারা হলেন- সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার যুগ্ম

আহ্বায়ক মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির জীম। তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। এ ছাড়া জামিউল ইসলাম নামের রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন।

জিডিতে রুয়েটের ওই নিরাপত্তা কর্মকর্তা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পেয়েছেন। কমিটি হওয়ার পর ‘কারেন্ট স্টুডেন্টস

অব রুয়েট’ নামে ফেসবুক গ্রুপে আজাদ আরিফিন নামের আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাঈন আর জীম। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে। রুয়েটে আর কত বছর থাকবি। এদের একাডেমিক ডিটেইল দে সবাই। এদের একাডেমিক বহিষ্কার করা সময়ের দাবি।’ এই পোস্টের নিচে কমেন্টে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন আইডি থেকে লেখা হয়েছে, ‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পড়।’

এ বিষয়ে মাঈন উদ্দীন বলেন, আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ফেক (ভুয়া) বলে মনে হচ্ছে। এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। তবে কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় আরও সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় আতঙ্কে আছি। এ কারণে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার জানান, এ ঘটনায় তারা রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, জিডিতে উল্লেখ করা হয়েছে ফেসবুকে হুমকিমূলক কথাবার্তা লেখা হয়েছে। জিডিটি আদালতে উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *