বন্ধ হতে বসেছে কলকাতার একাধিক হাসপাতাল!

শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত সরকার। বাংলাদেশের ক্ষমতা পালাবদলের পর বাংলাদেশির জন্য ভ্রমণ ভিসাসহ অন্যান্য ভিসা বন্ধ রেখেছে দিল্লি।

এখন প্রশ্ন হচ্ছে ভিসা বন্ধ রেখে কোন বন্ধুত্বের বার্তা দিচ্ছে মোদি সরকার। এদিকে, দীর্ঘ দিন ধরে ভিসা বন্ধ রাখায় নিজেরাই বিপাকে পড়েছে ভারত সরকার।

কেননা যেসব শিল্প বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে উঠেছে সেগুলো এখন ধস নেমেছে। এগুলো মালিকারা এখন ক্ষতি গুনতে গুনতে ব্যবসা বন্ধ করে বেকার বসে আছে।

স্বয়ং ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতীয় ব্যবসায়ীরা এখন না খেয়ে মেরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এদিকে ভারতে ভিসা বন্ধের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,

ভারত সকল ধরনের ভিসা বন্ধ রাখায় বাংলাদেশিদের চিকিৎসা জন্য বিকল্প দেশ চীন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, চীনে যাতায়াত ব্যবস্থা ও চিকিৎসা খরচ অনেকটা কম। তাই চীনকে ভিসা ফ্রি কমানোর কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *