২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব : বিজেপি নেতা

ভারতের রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, নির্বাচনে বিজেপি জয়ী হলে ২ বছরের

মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করা হবে।রোববার (২৬ জানুয়ারি) নির্বাচনী প্রচারের অংশ হিসেবে অমিত শাহ অভিযোগ করেছেন, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (আপ)।

তিনি আম আদমি পার্টিকে “অবৈধ আমদানিওয়ালি পার্টি” হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং দুর্নীতির অভিযোগ করেছেন।

বিধানসভা নির্বাচন উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “আপনারা যদি বিজেপিকে জয়ী করেন, আমরা ২ বছরের মধ্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব।

” এছাড়া, তিনি দিল্লির ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগও তোলেন, এবং সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়াকে দুষেন, যিনি তার শাসনকালে তরুণ

প্রজন্মকে নষ্ট করতে মন্দির ও গুরুদ্বারের কাছাকাছি মদের দোকান খুলে দুর্নীতিতে জড়িয়েছিলেন বলে অভিযোগ করেন।এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *