গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে আরও এক দফা বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। তবে এই বন্দি বিনিময়ের সময় একটি বিষয় সবার মনোযোগ কেড়েছে—হামাসের বিজয়োৎসব।
বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিশাল জনসমাগমের সামনে। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিদের আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। পুরো প্রক্রিয়া জুড়ে ছিল সাজসজ্জা, জাঁকজমকপূর্ণ পোশাক এবং মঞ্চের নান্দনিক প্রস্তুতি।
বিষয়টি ইসরায়েলি গণমাধ্যম ও নাগরিকদেরও অবাক করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—তাহলে এতদিন ইসরায়েল কাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে এবং কারা নিহত হয়েছে?
বিশ্বের অন্যতম শক্তিশালী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেওয়ার পরও হামাস তার অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি গাজার ওপর তাদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে। যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের আয়োজনেও তাদের সেই প্রভাব স্পষ্ট হয়েছে।
দীর্ঘ গণহত্যা চালানোর পরও হামাসকে দমন করা সম্ভব হয়নি। গ্রীক পুরাণের ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে নতুন করে উঠে দাঁড়িয়েছে তারা। ইসরায়েল যে ফিলিস্তিন স্কয়ারকে ‘হামাসমুক্ত’ বলে ঘোষণা দিয়েছিল,
সেখানেই এখন হাজারো হামাস যোদ্ধা অস্ত্র হাতে প্রদর্শনী করছে। এই ঘটনা যেন ইসরায়েলি সামরিক শক্তির মুখে সরাসরি চ্যালেঞ্জ।
গাজার মাটিতে এমন দৃশ্য একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে, যা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের প্রতীক হিসেবে মনে রাখবে ফিলিস্তিনিরা।