বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।
আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা আমাদের একটি সুযোগ করে দিয়েছে আমরা সেটা নষ্ট করতে চাই না।” রবিবার (২২ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও
অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে “সবার আগে বাংলাদেশ” সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা কাউকে ঘুষ দিবেন না। আমরা ঘুষ মুক্ত দেশ করতে চাই। কেউ ঘুষ চাইলে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। তারেক জিয়ার স্বপ্ন ঘুষ মুক্ত বাংলাদেশ। অন্যায়কে প্রশ্রয় দিবেন না।
অন্যায় করবেন না। ফ্যাসিস্ট সরকার আমাদের উপর নির্যাতন জুলুম করেছে। আমরা সে পথে না হেঁটে, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির সাংগঠনিক আসাদুল হাবিব দুলু, ইন্জিনিয়ার ইসরাক হোসেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম, সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাফর রহমান, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শামীম প্রমুখ বক্তব্য রাখেন।