আমার রাজনৈতিক আদর্শ হযরত মুহাম্মদ (সা.): আন্দালিব পার্থ

এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমার রাজনৈতিক আদর্শ ভালোভাবে কাজ করবো, সততার সাথে কাজ করবো।

রাজনৈতিক আদর্শ ব্যক্তি হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ মানব হযরত মুহাম্মদ (সা.)। উনার চেয়ে বড় রাজনীতিবিদ আর কেউ নেই। উনার মত রাজনীতিবিদ থাকতে কোন মুসলমান অন্য কাউকে আদর্শ মানা লজিক্যাল মনে হয় না।

তিনি সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। উনার খলিফারা ছিল, শূরা কমিটি ছিল, আলোচনা ছিল। উনার ধৈর্য্য, উনার সবকিছু সবচেয়ে বড় পন্থা।
এ সময় তিনি বলেন, রাজনীতি এখন রাজপথে নেই, রাজনীতি এখন চার দেয়ালের মধ্যে ঢুকে গেছে। এখন উপর থেকে ঠিক করা হয় কে নেতা হবে। এতে অভিযোগের কিছু নেই, রাজনীতি একেক সময় একেক রকম হবে।

এখন রাজনীতি ফেসবুকে হয়, ফেসবুকে আন্দোলন হয়। পল্টন ময়দানে বক্তব্য দিলে ৫ হাজার লোক দেখবে, ফেসবুকে বক্তব্য দিলে ৫০ হাজার মানুষ দেখে।

রাজনীতিতে আসার এটা একটা ভালো সময় জানিয়ে তিনি বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে, তারা যদি না আসে কম যোগ্যতার মানুষের নেতৃত্ব মেনে নিতে হবে। এবং এর মূল্য দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *