সারা পৃথিবীতেই শেখ পরিবার জয় বাংলা: পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে আজকে একটি ভিডিওতে বলেছেন, টিউলিপ জয় বাংলা হইছে, জয় বাংলা মানে তার মন্ত্রীত্ব চলে গেছে। বাংলাদেশে বিরাট এক ত্যাগী পরিবার আছে। আপনারা তাদের গুরুত্ব দিলেন না।

দুই বোন দেশ ত্যাগ করলো, ছেলেকে বউ ত্যাগ করলো, মেয়েকে স্বামী ত্যাগ করলো, ভাগ্নি পদত্যাগ করলো। পুরো পরিবার ত্যাগ করে গেলো সারাজীবন ধরে।কিন্ত টিউলিপ দাবি করেছে সরকারের কাজ ঠিকভাবে না করায় সে পদত্যাগ করেছে।

টিউলিপের নামে যে অভিযোগগুলো উঠেছিল; টিউলিপের নামে ৩ টি ফ্ল্যাট আছে যা অবৈধ ভাবে উপার্জন করেছে সে। উত্তর লন্ডনে ২.১ মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি আছে। সেই বাড়ি সে ভাড়া হিসেবে দেখিয়ে থাকতো কিন্ত ভাড়া দিত না।

বাড়ির মালিকের নামে আছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম, তিনি আওয়ামী লীগের একজন সসদ্য। কিংস ক্রসে আরেকটি ফ্ল্যাট আছে তার। টিউলিপের দাবি আব্দুল মোতালিব নামে একজন তাকে উপহার দিয়েছে।

দ্বিতীয় আরেকটি অভিযোগ তার নামে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে ৫ বিলিয়ন ডলার দুর্নীতি। সেই সাথে অবৈধভাবে ঢাকায় কূটনৈতিক জোনে প্লট নিয়েছিল টিউলিপ।

সান্ডে টাইমসের একজন সাংবাদিক গণভবন পরিদর্শন করে টিউলিপের নির্বাচনি প্রচারণার পোস্টার পায়। টিউলিপ বলেছিলেন, আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই।

টিউলিপের নির্বাচনে আওয়ামী লীগ ক্যাম্পেইন করে জিতিয়েছিল। হাসিনা পরিবারকে পশ্চিমা বিশ্ব কোন জায়গায় দাঁড়াতে দিবে না। শেখ পরিবার একটা অভিশপ্ত পরিবার হিসেবে টিকে থাকবে দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *