ভারতীয় এক টাকার পণ্য কেনা মানে ভারতের অর্থনীতি শক্তিশালী করা: ইলিয়াস হোসেন

ভারত এখন সমালোচনার শীর্ষে। এবার ভারতীয় পণ্য নিয়ে কথা তুললেন বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে তিনি ভারতীয় মোটরসাইকেল না কেনার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক একাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই স্ট্যাটাসটি বেশ আলোচনায়। একই সাথে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে।

তিনি লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে লক্ষ করছি প্রথম আলো-ডেইলি স্টারসহ বেশ কয়েকটি পত্রিকা এবং ফেইসবুক, ইউটিউবে ভারতীয় মোটরসাইকেল রয়েল এনফিল্ডের ব্যাপক প্রচারনা চালাচ্ছে! এমনভাবে বিজ্ঞাপন দেয়া হচ্ছে দেখে মনে হচ্ছে এটা পৃথিবীর সেরা মোটরসাইকেল!

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ ভারতীয় ফাঁদে পা দেবেন না৷ ভারতীয় এক টাকার পণ্য কেনা মানে ভারতের অর্থনীতি শক্তিশালী করা৷

ভারতের অর্থনীতি শক্তিশালী করা মানে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা৷ ভারতের না কিনে জাপান কিংবা পাকিস্তানি মোটরসাইকেল কিনতে পারেন৷ সিদ্ধান্ত আপনার৷ ইতিমধ্যেই সাড়া ফেলেছে তার এই স্ট্যাটাসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *