আলোচিত এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমান আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। বহুল চর্চিত “ছাগল কাণ্ড” নিয়ে তিনি বলেন, এটি তার “পাপ”। একইসঙ্গে তিনি দাবি করেন,
আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তাকে হয়রানির শিকার হতে হয়েছে। রাজধানীর ভাটারা থানার একটি অস্ত্র মামলায় তাকে মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি শর্টগান এবং ২৪ রাউন্ড গুলি জব্দ
করা হয়। অস্ত্র নবায়ন না করায় এটি অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে হাজির হয়ে মতিউর বলেন, “ছাগল কাণ্ড” আসলে একটি সাজানো নাটক, যা ডিজিএফআই তৈরি করেছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের সময় তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছেন এবং এসএসএফ প্রধানের সঙ্গে তার শত্রুতার জের ধরে তাকে হেনস্তা করা হয়েছে।
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজকে দুপুরে আদালতে তোলা হয়। দুদক তার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার শুনানির তারিখ নির্ধারণ করেন।
বিচারকের নির্দেশে মতিউর রহমানের রিমান্ড কার্যক্রম শুরু হবে শিগগিরই। ছাগল কাণ্ড ও অন্যান্য মামলায় নতুন তথ্য সামনে আসার অপেক্ষায় দেশ।