আড়াই বছর পর ক’বর থেকে তোলা হলো বিএনপি নেতার লা’শ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে আব্দুল আলিম (৪৫) নামের এক বিএনপি নেতার লা’শ উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লা’শটি তোলা হয়। পরে লা’শটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মৃ’ত ফারাজ আলী ছেলে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১৬ আগস্ট খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে অতর্কিত হামলা চালায়

আাওয়ামী লীগ সন্ত্রাসীরা। সেই হামলায় বেশকিছু বিএনপি নেতা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর একমাস পরে যশোরের একটি হাসপাতালে মারা যান আব্দুল আলিম।

এ হ’ত্যার ঘটনায় ২০২৪ সালের ১৮ নভেম্বর তার স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে কবর থেকে আজ (বুধবার) দুপুর ১ টার দিকে আব্দুল অলিমের লাশ তোলা হয়।

লা’শ উত্তোলন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আদালতের নির্দেশে কবর থেকে আব্দুল আলিমের লা’শ তোলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *