আদালতে ‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলাতে যে শাস্তি পেলো ছাত্রলীগ নেত্রী

আদালতে ‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে নেওয়া হলে লিফটটে ওঠার আগে এ ঘটনা ঘটে। জানা যায়, রিমান্ড শুনানির জন্য দুপুরে নিশিকে আদালতে হাজির করা হয়।

আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, ‘শেখ হাসিনা আসবে। জয় বাংলা। আমাকে একা গ্রেপ্তার করতে পারে। বাকিদের কী করবে।’ এরপরই লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠনটির এ নেত্রী।

লিফটে উঠতে তাকে বাধা দেন আইনজীবীরা। পরে তাকে আদালতের ৯ তালায় হাঁটিয়ে নেওয়া হয়। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা বেনজীর হোসেন নিশিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন।

তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সদস্যরা। সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় নিশি বলেন, ‘এত উপরে আমাকে হাঁটিয়ে নেওয়া হয়েছে।’

এদিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় নিশির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইরফান খান। শুনানি শেষে আদালত আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *