চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। এ উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল।
ছবিতে দেখা যায়, মাটির বাঙ্কারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি। আর বিজিবির পেছনেই কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন কৃষক বাবুল আলী।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল কৃষক বাবুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা।
কৃষক বাবুল আলী গণমাধ্যমকে জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল। এসময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি।
কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেবো না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসে ছিলাম। এ সময় কৃষক বাবুল আলী আরও বলেন, ‘
এ ঘটনার কারণে আমাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু আমরা তাতে কিছু মনে করিনি। আগে দেশ বাঁচানো প্রয়োজন।’
এর আগে, ৫ জানুয়ারি বিকেলে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে এবং বিজিবি বাধা দেওয়ার পর কাজ বন্ধ করা হয়। কিন্তু ৭ জানুয়ারি বিএসএফ পুনরায় কাজ শুরু করে যার ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মত হয় যে, হেড কোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না।