জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার মন্তব্য করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার করার যোগ্যতা ও ক্ষমতা নেই।
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না। সংস্কার করার যোগ্যতা ও ক্ষমতা আপনাদের নেই। যতদ্রুত পারেন নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই সমাবেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,
ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক ও প্রশাসনিক দোসরদের গ্রেপ্তার এবং বিচার দাবির প্রতীক হিসেবে আন্দোলন অনুষ্ঠিত হয়। মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বৃদ্ধি করতে চায়।
এতে করে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। অতীতে শেখ হাসিনার সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন বর্তমান সরকারকেও কি সেরকমই একটা সরকার মনে করবো? আমি বলবো-আগুনে হাত
দেবেন না। শ্রমিক অসন্তোষের মুখে গ্যাসের দাম বাড়িয়ে কলকারখানা ধ্বংস করবেন না। মানুষের অসন্তোষ বৃদ্ধি করবেন না।”বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন
সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে একটি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন খান।