রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতের এজলাসে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটানোকে কেন্দ্র করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনা ঘটে আজ, বুধবার (৮ জানুয়ারি) সকালে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে হত্যা মামলায় আজ বুধবার সকাল ৯টার আগেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।
এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয় এবং কিছুক্ষণের মধ্যে বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়। এ সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া, যেখানে হাজতখানা থেকে
কোর্টের সিঁড়ি পর্যন্ত পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। কামরুল ইসলামসহ অপর আসামিদের মাথায় হেলমেট, হাতে হাতকড়া এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হচ্ছিল।
কিন্তু সিঁড়ি দিয়ে উঠানোর সময় সমস্যা দেখা দেয়। আদালতের লিফট ব্যবহার না করে সরাসরি সিঁড়ি দিয়ে তাদের চার তলায় নিয়ে যাওয়ার সময় কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। তিনি চিৎকার করে পুলিশের নিরাপত্তা সদস্যদের প্রশ্ন করেন, ‘‘আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন, ফাজলামি? ২ তলায় বলে তো চার তলায় উঠানো হচ্ছে।
এ সময় পুলিশ সদস্যরা কামরুল ইসলামসহ অন্যান্য আসামিদের সহায়তা করতে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করেন। গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন মো. আলী।
এই ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।