ছাত্র আন্দোলনে তিন শিক্ষার্থীকে হত্যা, হারুন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও গাড়িচাপা দিয়ে শিক্ষার্থী হত্যা মামলায় গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গাড়িচালক হারুনকে তিন ছাত্র হত্যাসহ ৬ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে আবেদন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার রাতে তাদের ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার হারুন শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে।

আর আশিক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার ওই দুই আসামির মামলার নথিগুলো তলবমতে দায়রা

আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হবে। আদালত সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজছাত্র সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ

সৌরভকে হত্যার তিন মামলায় গাড়িচালক হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস অঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন। একইদিন রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে আশিককে পুলিশ গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *