ভারতের বিএসএফের দখল থেকে এবার ৫ কিমি এলাকা মুক্ত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ মুক্ত করেছে বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ।

তিনি বলেন, মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এতদিন বাংলাদেশের নাগরিকদের নদীতে

কোন রকম কাজ কর্ম যেমন, মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিতো। সম্প্রতি বিষয়টি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখলদারত্ব প্রতিষ্ঠা করেছে।

লে. কর্নেল আজিজুস শহীদ আরও বলেন, এখন থেকে বাংলাদেশের অধিবাসীরা নদীর সবকিছু ভোগদখল করতে পারবে। পরে বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়,

মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছেন এবং কেউ কেউ গোসলও করছেন। এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *