জজদের প্রশিক্ষণের জন্য ভারতে নয় বিজ্ঞ মুফতিদের কাছে পাঠান: হাবিবুল্লাহ মিয়াজী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী মন্তব্য করেছেন যে, বিচারকদের নির্ধারিত প্রশিক্ষণের পাশাপাশি তাদের পেশাদারত্ব অর্জন, নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার অনুপ্রেরণা মজবুত করতে তাদের ভারতের পরিবর্তে বিজ্ঞ মুফতিদের নিকট পাঠানো উচিত।

তিনি রোববার (৫ জানুয়ারি) খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেন। হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলামি শাসনব্যবস্থায় বিচার বিভাগ শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারে।

বিচারক স্বয়ং রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে রায় দিয়েছেন এরকম অনেক নজির রয়েছে ইসলামের ইতিহাসে। মুসলিম বিচারকগণ ন্যায়বিচারের স্বার্থে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন এমন উদারহরণও রয়েছে।

অতএব, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্মোহ ও নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার জন্য সরকারের উচিত বিজ্ঞ মুফতি সাহেবগণকে বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত করা। তিনি আরও বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও তারা

প্রতিবেশীসুলভ আচরণ না করে প্রভুত্বসূলভ আচরণ করতেই বেশি পছন্দ করে। তারা আমাদের বিচারকদের প্রশিক্ষণ দেওয়াটাও তাদের আধিপত্যবাদী পরিকল্পনারই অংশ। অন্তর্বর্তী সরকারের উচিত হবে ভারতের সঙ্গে

পূর্বে করা সকল চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা এবং বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি ও সমঝোতা স্মারক বাতিল করা। বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী,

সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *